বানিয়াচংয়ে মিশুক চালক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 January 2024

বানিয়াচংয়ে মিশুক চালক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Link Copied!

বানিয়াচংয়ে মিশুক চালক মোঃ আরজাহান মিয়া (১৪) হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩ঘটিকার সময় বড়-বাজার, বাবুর-বাজার মিশুক -টমটম মালিক সমিতির আয়োজনে উক্ত মানব বন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে আসা সমিতির লোকজন ও জনতারা বড় বাজার মেইনরোড হয়ে ভিতর বাজার দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বক্তব্য রাখেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং ইউনিয়ন অটোরিকশা মালিক সমিতির সভাপতি জুয়েল রহমান, ৪নং ইউনিয়ন মালিক সমিতির সভাপতি সেতু মিয়া, সাধারন সাধারন এমরান হোসেন প্রমুখ।

এসময় বক্তারা হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ১১জানুয়ারি সকালে প্রতিদিনের ন্যায় মোঃ আরজাহান জীবিকার তাগিদে মিশুক গাড়ি নিয়ে বের হলে আজমিরীগঞ্জ উপজেলার শিব পাশা ইউনিয়ন এর একটি স্থানে তাকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়