বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীনকে মানবপাচার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রবিবার (৯এপ্রিল) সংশ্লিষ্ট আদালতে ফারুক আমীন হাজির হলে আদালত তার চাচাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুত্র জানায়,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাসের আদালতে নিয়মিত হাজিরা না দেয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়। রবিবার আদালতে ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও তার চাচা ইসমাইল হোসেন হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত,২০১৬ সালে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে এক ব্যক্তি ফারুক আমীন ও তার চাচা ইসমাইলের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। তখন মামলার সমন পেয়ে আদালতে হাজির হয়ে জামিন নেন তারা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।