বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :   বানিয়াচংঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৮ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদের হলরুমে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৬  ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্তে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  (কোভিড ১৯) এর স্বাস্থ্যবিধি মেনে এই মহান  দিবস উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়, পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে উপজেলায় কর্মরত সকল সদস্যদের আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

ছবি : বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

তাছাড়া উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি ) ইফফাত আরা জামান উর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ দলীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।