ঢাকাThursday , 8 August 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মন্দির পাহারায় ছাত্র-জনতা

Link Copied!

সংখ্যালঘু স¤প্রদায়ের উপাসনালয় রক্ষা এবং নাগরিকদের জানমাল নিরাপদ রাখতে মাঠে নেমেছে বানিয়াচংয়ের ছাত্র-জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পরবর্তী অস্থিরতা কাটাতে এ উদ্যোগ বলে জানা গেছে। উদ্ভুত পরিস্থিতিতে কেউ যেন প্রতিহিংসার শিকার না হয় সেই জন্য এই মন্দিরের পাশে অবস্থান নিয়েছেন তারা।

গত মঙ্গলবার (৬আগস্ট) রাতে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত হাসপাতাল সংলগ্ন বুড়া শিববাড়ি মন্দিরের সামনে ছাত্র জনতাদের পাহারা দিতে দেখা যায়। তারা মন্দিরের পাহারায় পর্যায়ক্রমে প্রতিরাতেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বলে জানা গেছে। সেখানে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, সংখ্যালঘু স¤প্রদায়ের কেউ যেন প্রতিহিংসার শিকার না হয়, সেজন্য রাত থেকেই আমরা টিম করে বানিয়াচংয়ের মন্দিরগুলো পাহারা দিচ্ছি।

অন্যদিকে সংখ্যালঘু স¤প্রদায়সহ সকল মানুষের নিরাপত্তায় কাজ করার জন্য শিক্ষার্থীদের আহŸান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা আরো জানান. আমরা যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি তা ধূলিসাৎ হয়ে যাবে, যদি সাধারণ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তাদের নিরাপত্তা হারায়। নতুন এই স্বাধীনতার ফাঁকে কেউ যেন সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে না পারে সেজন্যই এই আন্দোলন। এভাবে আমাদের ভাইদের জান ও মালের রক্ষা করাও স্বাধীনতার অংশ। এটাও আমাদের আন্দোলনকে ধারণ করার অর্থ।