বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান

Link Copied!

রায়হান উদ্দিন সুমন  :   গুজব ছড়িয়ে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বানিয়াচংয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। বৃহস্পতিবার (১৯মার্চ) বানিয়াচং সদরের গ্যানিংগঞ্জ বাজার ও বড়বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম খানকে ১০হাজার টাকা,মোছাব্বির মিয়াকে ৫হাজার টাকা,প্রদীপ চন্দ্র দাসকে ১০হাজার টাকা,বড়বাজারের ব্যবাসায়ী মোর্শেদ মিয়াকে ১০হাজার টাকা,শফিকুল মিয়াকে ৫হাজার টাকা ও শওকত মিয়াকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।

অন্যদিকে সম্প্রতি ব্রুনাই ফেরত বানিয়াচং প্রথমরেখ মহল্লার আব্দুল মুকিত মিয়ার পুত্র বদরুল আলম হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলী না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি তাকে সতর্কতার সহিত চলাফেরার নির্দেশনাও দেয়া হয়। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার জানান,বিদেশ ফেরত যে কেউ ই আসুক সবাইকে ই কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে হবে। আর বাজারে খাদ্য সামগ্রীর কোনো সংকট নেই। গুজবে কোনো রুপ কান না দিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে সহায়তা করার জন্য সবাইকে আহবান জানান তিনি। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল।