বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 April 2023

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

Link Copied!

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত রবিবার (২এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বড়বাজার ও নতুনবাজারে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই অভিযান ও বাজার মনিটরিং পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী এবং মিষ্টি তৈরির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে বাজার মনিটরিং করা এবং ক্ষতিকার রাসায়নিক পদার্থ কার্বাইড দিয়ে যাতে কলা পাকানো না হয় সে লক্ষ্যে কলার আড়তদারকে সতর্ক করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়