বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ( ২ জুলাই) বিকেলে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফতা আরা জামান উর্মি বানিয়াচংয়ের বড়বাজার,গ্যানিংগঞ্জ বাজার,ছিলাপাঞ্জা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন।

ছবি : বানিয়াচংয়ে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে
অভিযানে মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সরকারের দেয়া বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ হাজার ৮শ টাকা জরিমানা করেন তিনি । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।