স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর ভুমি অফিসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরো পরিবার নিয়ে বসবাস করে আসছে সাবিদ মিয়া নামের এক ব্যক্তি। অফিসের কোনো কর্মচারি না হয়েও সে যাবতীয় ফাইলপত্র দেখাশুনা থেকে শুরু করে সব কাজকাম ই করে আসছে সাবিদ মিয়া। সাবিদ মিয়া ওই গ্রামের আসকির মিয়ার পুত্র।
খোঁজ নিয়ে জানা যায়,সাবিদ মিয়া দীর্ঘ ৮বছর যাবত ওই তহশিল অফিসের সহকারি তহশিলদার সুজিত দেবকে হাত করে রেকর্ড রুমের পাশে থাকা অপর একটি রুমে সাবিদ মিয়া তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। ফলে অফিসের সকল যাবতীয় কাজ-কামসহ অবৈধ উপায়ে এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে কাগজ বের করে দেয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আর এসব টাকার ভাগভাটোয়ারা নিচ্ছেন স্বয় সহকারি তহশিলদার সুজিত দেব।

ছবি : সাবিদ মিয়ার ফাইল ছবি
অন্যদিকে সন্ধ্যা হলেই এই তহশিল অফিসে জমে বখাটেদের আড্ডা। চলে অসামাজিক কর্মকান্ড। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান-সাবিদ মিয়া অফিসের কোন কিছু না হয়েই তহশিল অফিসের সব কর্মকান্ড করে যাচ্ছে। এই বিষয়ে কথা হয় ১২নং সুজাতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার জজ মিয়ার সাথে। তিনি জানান-সাবিদ মিয়া অফিসে আসা লোকজনের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা আদায় করে নিচ্ছে। আর তার নেতৃত্বে সন্ধ্যার পরপরই তহশিল অফিসে বসে জুয়ার আসর।
বিষয়টি আমিসহ এলাকাবাসী বানিয়াচং উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে জানিয়েছি। তবে কোন কাজ হয়নি। কথা হয় সুজাতপুর ভুমি অফিসের সহকারি তহশিলদার সুজিত বাবুর সাথে।
তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,সাবিদ মিয়া আমাদের নাই গার্ড হিসেবে আছে। তার স্ত্রীকে ও আমাদের অফিসের ঝাঁড়–দার হিসেবে রাখা হয়েছে। তবে তারা নিয়োগপ্রাপ্ত না। উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে তাদেরকে রাখা হয়েছে। নাইট গার্ড সাবিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
বিস্তারিত জানতে কথা হয় সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সাথে। দৈনিক আমার হবিগঞ্জকে তিনি জানিয়েছেন,নাইট গার্ড হিসেবে তিনি কাজ করছেন। কিন্ত তাকে নিয়োগ দেয়া হয়নি। সেখানে অসামাজিক কার্যকলাপ বা জুয়ার আসর যদি সে বসায় সেটা কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।