তাপস হোম : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী ) বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ভোটকেন্দ্রে সকাল ৮ টা হতে বেলা ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ, প্রচার,দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে সর্বমোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এর মধ্যে ৪৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,২৬৩ ভোট পেয় সেক্রেটারি নির্বাচিত হন মোঃ আঙ্গুর মিয়া,৪০৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন আঃ হান্নান ও ২৯৭ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন মোঃ নুরুল হক মিয়া,৩৮০ ভোট পেয়ে জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হন মোঃ ইমরানুল হক,৩৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোঃ শাহ আলম,৩৫১ ভোট পেয়ে দপ্তর ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন শেখ মোহাম্মদ আলমগীর ও ৩৭৮ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হন মোঃ নুরুল আমীন।
বড়বাজারের সর্বমোট ৭৭৭ জন ভোটারের মধ্যে ৭৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন ব্যাকস নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বানিয়াচং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব হাসিবুল ইসলাম।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন মিয়া সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি,সাংবাদিক সহ বানিয়াচঙ্গের শীর্ষস্হানীয় রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।