উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত আম বাগান উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক পরিচালিত ওয়াশ কর্মসূচীর আওতায় ওয়াটার পয়েন্ট শুভ উদ্বোধন করেছেন উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক খান,ব্র্যাক কর্মকর্তা আব্দুর রউফ, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ব্র্যাক এই প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজিন সর্ম্পকিত উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উক্ত কার্যক্রম পরিচালনা করে আসছে।