হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে একটি ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ কৃষকরা। এই অসম্পুর্ণ ব্রিজটি বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়ন এর আমিরখানি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত। অনেক দিন আগে ব্রিজটির কাজ শুরু হয়। কিন্তু করোনা ভাইরাসের কারনে গত এক মাস যাবত বন্ধ হয়ে যায় এই ব্রিজের বাকি কাজ। আজও সম্পন্ন হয়নি এর কাজ। এতে চিন্তিত হয়ে পরেছেন এলাকার সাধারণ কৃষকরা থেকে শুরু সর্বসাধারণ। কারন ইতি মধ্যে এখানকার অনেক কৃষকের ধান কাটা শুরু হয়ে গেছে ।
কিন্তু ব্রিজটির কাজ শেষ না হওয়ায় তারা বাড়িতে আনতে পাড়ছেন না ধান। এ প্রসঙ্গেে এলাকার একজন কৃষক টুটুল মিয়ার সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, এখন বর্তমান সময়ে রাস্তার যে অবস্থা তা নিয়ে খুব টেনশনে আছি। কারন ইতিমধ্যে জমির ধান কাটা শুরু হয়ে গেছে। কিন্তু কিভাবে সেই কাটা ধান বাড়িতে আনবেন তা নিয়ে চিন্তিত। তিনি আরও জানান, আমার নিজেরই প্রায় ১০ বিঘা জমি রয়েছে। ইতি মধ্যে ২ বিঘা জমি কেটে নিয়েছেন। কিন্তু আনতে পারছেন না বাড়িতে। তাই এই রাস্তাটি নিয়ে চিন্তিত সবাই। তিনি আরও বলেন জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন, অতি দ্রুত এই রাস্তাসহ ব্রিজটির কাজ সম্পন্ন করলে এলাকার সাধারণ কৃষকেরা একটু স্বস্তিবোধ করবে।