বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আত্মহত্যা মুস্তাকিম আক্তার
(২৫) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৬ নং
কাগাপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগহাতা গাজীপুর গ্রামের সেলিম
মিয়ার কন্যা।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সকলের অগোচরে বিষ পান করেন মুস্তাকিম আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর হাসপাতালেই মৃত্যু হয় তার।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসাইন ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। তবে কি কারনে
সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।