বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 March 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫মার্চ) সকাল ১১ ঘটিকায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন তালুকদার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ইউপি সদস্য তোফাজ্জুল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, ভোক্তার অধিকার নিশ্চিত করা প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব। ভোক্তাদের সুবিধার্থে হাট-বাজারে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। অন্যতায় মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া তিনি রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন । এছাড়া বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, ইউপি সদস্য নুরুল হুদা বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।