বানিয়াচংয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  বানিয়াচং উপজেলা সদরের অবস্থিত মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) বিকালে ১৩ লাখ ৬১ হাজার ৮শ টাকা ব্যয়ে এই প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী।

 

 

ছবি : সীমানা প্রাচীরের ভিত্তিরপ্রস্তর স্থাপন করছেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী । পাশে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ

 

 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব ও মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি আব্দুজ জাহের, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরুজা বেগম, সহকারী শিক্ষক উর্মি ভট্রাচার্য্য, ঝরণা বেগম, রুনা আক্তার,মওলুদা বেগম টিকাদার মোজাম্মিল হোসেন খান প্রমুখ।