বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Link Copied!

শেখ সজীব হাসান :   রবিবার (২৩ আগস্ট) বিকাল-৪ ঘটিকায় বানিয়াচং উপজেলার ১নং উওর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “জনতাই পুলিশ,পুলিশই জনতা’এই শ্লোগান কে সামনে রেখে ১নং ইউ/পি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং এস আই আব্দুর রহমানের পরিচালনায় এই বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচংসার্কেল) শেখ মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বানিয়াচং থানার তদন্ত অফিসার প্রজিত কুমার দাস।

 

ছবি :বিট পুলিশিং সভায় আসা নানা শ্রেণিপেশার মানুষের একাংশ।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন,আমাদের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ স্যার দাঙ্গা-হাঙ্গামা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।কাজেই আপনারা দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে সুন্দর স্বাভাবিক যাপন করুন।

উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রীম তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সর্বসাধরনকে আহ্বান জানান।

উক্ত সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরন করা হয়।

 

ছবি : সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মো: সেলিম

 

বিট পুলিশিং সভায় আরও বক্তব্যে রাখেন,সাবেক ইউ/পি চেয়ারম্যান মিজানুর রহমান,ইউ/পি সদস্য তৌহিদুল মিয়া,সাহেদ আলী,এস আই ছাত্তার ও গৌতম।

উপস্থিত ছিলেন, এলাকার বিভিন্ন পেশার মানুষ,স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রও অন্যান্য পেশার ব্যাক্তিবর্গ।