বানিয়াচংয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন এমপি আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন এমপি আব্দুল মজিদ খান

Link Copied!

তাপস হোম :  ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, সাংবাদিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ আলী সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

ছবি : বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে মেলার স্টল ঘুরে দেখছেন এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
পরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২টি স্টল ঘুরে দেখেন।