তানজিল হাসান সাগর : সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে । শনিবার (২৫ এপ্র্রিল) দুপুর ১২ ঘটিকা থেকে বানিয়াচং উপজেলার বড়বাজার ও আদর্শবাজার এলাকায়
এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ০২ টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ০৪ টি সর্বমোট ০৬ টি প্রতিষ্ঠানকে মোট ৮,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় আদেশ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় খোর্শেদ আলমকে ১,০০০ টাকা, বেলাল মিয়াকে ১,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মুঘল উল্লা কে ২,০০০ টাকা, অলিউর রহমানকে ২,০০০ টাকা, নবিউল মিয়া কে ২,০০০ টাকা এবং মাহিউর রহমান কে ৫০০ টাকা
মোট ০৬ জনকে সর্বমোট ৮,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান দৈনিক আমার হবিগঞ্জকে জানান-সামগ্রিকভাবে বাজারে পন্য সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই দ্রব্যমূল্যও সহনীয় পর্যায়ে রয়েছে। কোনো ভাবেই পণ্যের দাম বেশি রাখা যাবেনা। নিজের এবং দশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সকলকে নিরাপদে গৃহে অবস্থান করার আহবান জানান । তিনি আরো জানান, সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।
মোবাইল কোর্টে এসআই সালামের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।