সজীব,বানিয়াচং : হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (২১) আগস্ট, বানিয়াচং উপজেলার ৭নং ইউ/পি’র বড়ইউড়ি গ্রামের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা এবং বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড.আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান বলেন,শোকের মাস আগস্ট।এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিল। শোকের মাসের শোক’কে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তাছাড়া কিছুদিন পূর্বে আমরা বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম।বর্তমানে বন্যার আর কোনো আশংকা নেই। কিন্তু পরবর্তীতে যেন আমরা বন্যার যথাযথ মোকাবেলা করতে পারি সেজন্য এই বড়ইউরি গ্রামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি। খুব শ্রীঘ্রই এই আশ্রয় কেন্দ্রের কাজ সম্পন্ন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা মলয় দাস,ইউ/পি সদস্যরা ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।