বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিরতণ করলেন কাশেম চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিরতণ করলেন কাশেম চৌধুরী

Link Copied!

তানজিল হাসান সাগর :  বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দিনমজুরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে চাল বিতরণ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বুধবার (৫আগস্ট) বেলা সাড়ে ১১টায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৫শত পরিবারের মধ্যে ১০কেজি করে চাল তোলে দেন আবুল কাশেম চৌধুরী ।

ছবি : বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল তোলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী

এসময় তিনি বলেন-  বন্যা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের উদ্যোগে কর্মহীন মানুষদের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। সরকার বন্যায় দুর্গত মানুষ‌দের পা‌শে র‌য়ে‌ছে। দু‌র্যোগ মোকা‌বেলায় আমরাও সাধ্যমত চেষ্টা কর‌ছি।

ছবি : বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। পাশে উপস্থিত চেয়ারম্যান রেখাছ মিয়াসহ অন্যান্যরা

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন-বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া,ট্যাগ অফিসার সুমন দাশসহ প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

facebook sharing button