শেখ সজীব হাসান, বানিয়াচংঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বন্যার পানিতে ক্ষতি-গ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
শুক্রবার (২৪ জুলাই) বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী, ১৪নং মুরাদপুর, ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, দিন-মজুর মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, দুধ, তেল, চিড়া-মুড়ি সহ শুকনো খাবার।

ছবি : বানিয়াচংয়ে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তোলে দিচ্ছেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান নেতৃবৃন্দ
ত্রাণ বিতরনের সময় জেলা প্রশাসক কামরুল হাসান বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের জেলা প্রশাসক, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার নিয়ে এসেছি। আমাদের পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ আছে।এই দূর্যোগ-পূর্ণ মুহূর্তে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন। ত্রাণ যদি আরও প্রয়োজন হয় তাহলেও আমরা আপনাদের কাছে পৌঁছে দিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ইউ/পি নেতৃবৃন্দ।