বানিয়াচং প্রতিনিধি : প্রানঘাতি করোনাভাইরাস থমকে দিয়েছে গুটা পৃথিবীকে। প্রতিদিনই কেড়ে নিচ্ছে অনেক তাজা প্রান। কিন্তু এই দুর্যোগ যেতে না যেতেই আমাদের মধ্যে নেমে এসেছে বন্যার হাহাকার। যদিও প্রানঘাতি করোনাভাইরাস এর কারনে মানুষ এখন দুর্ভোগে তবুও আবার মানুষকে পড়তে হয়েছে বন্যার কবলে। ইতি মধ্যে অনেক জায়গায়ই বন্যার তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। তেমনই ভাবে বন্যার পানিতে তলিয়ে গেছে বানিয়াচং এর রাস্তা ঘাটসহ বাড়ি।
ভিডিও …
এই রাস্তাটি বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন এর আমিরখানি গ্রামের একটি রাস্তা। যেটি দিয়ে প্রতিদিন চার পাচটি গ্রামের প্রায় ৫/৬ হাজার মানুষের চলাফেরা। কিন্তু তলিয়ে গেছে সেই রাস্তাটি। এতে করে কাপড় বিজিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান আমাদের এই রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারনে চলাচলের দুর্ভোগে পড়েছি আমরা। পারছি না স্বাভাবিক জীবন যাপন করতে। যদিও আমাদের চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা ও নেই। কিন্তু এবিষয়ে নেয়া হচ্ছে না পর্যাপ্ত ব্যবস্তা। নেই কোনো প্রসাসনিক উদ্যোগ। তিনি আরও বলেন এখনও পর্যন্ত প্রশাসনের কোনে লোক আমাদের ও রাস্তাটি এসে একবার দেখেওনি। রাস্তা তলিয়ে যাওয়ায় আমরা কীভাবে চলাফেরা করবো। তাই আমরা, এলাকার সকল সচেতন মহল থেকে অতি দ্রুত এই রাস্তাটির বিষয়ে পর্যাপ্ত ব্যবস্তা গ্রহণ করার জন্য এলাকার সকল জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানাই।
বন্যা ও রাস্তার বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র কাছে জানতে চাইলে দৈনিক আমার হবিগঞ্জ’কে তিনি বলেন, রাস্তায় পানি উঠার বিষয়ে আপনাদের আগে আমাকে কেউ কিছু জানায়নি বিধায় আমি অবগত ছিলামনা। আপনাদের কাছেই প্রথম শুনলাম তবে এরকম দূর্ভোর কিছু হলে আমরা অবশ্যই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো।
কাছে জানতে চাইলে তিনি বলেন