তানজিল সাগর : মানুষ মানুষের জন্য। একজন বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসা অন্য মানুষের ধর্ম। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। সাধারণ মানুষের মধ্যে এই গুণটা আরও বেশি প্রবল। করোনাভাইরাস ও বন্যার কারণে মুহূর্তেই অসহায় হয়ে পড়া অগণিত খেটে খাওয়া অসহায় মানুষদের পাশে এলাকার সম্পদশালী, উদ্যমী কিংবা বিত্তশালীদের দাঁড়ানোর মধ্য দিয়ে সেটাই আবার প্রমাণ হয়েছে। বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাবে মানুষ গৃহবন্দী আর অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য করোনার পাশাপাশি ক্ষুধার সাথেও যুদ্ধ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
তেমনিভাবে এ দুঃসময়ে বানিয়াচংয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে “ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট” নামে একটি অরাজনৈতিক সংগঠন। মূলত বানিয়াচংয়ের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি/০৫ ও এইচএসসি/০৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি সমাজে আলো ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে নিরবে-নিভৃতে।

ছবি : অসহায় এক মহিলার হাতে ঈদ সামগ্রী তোলে দিচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়সহ অন্যান্য অতিথিরা
এর ই ধারবাহিকতায় রবিবার (২৬জুলাই) সকাল সাড়ে এগারটায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে সমাজের ১০০জন অসহায় ও দুস্থ নারী পুরষদের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তাদের হাতে ঈদ সামগ্রী তোলে দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দরা। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- দুই লিটার তেল,দুই কেজি পেঁয়াজ,দুই কেজি আলু,এক কেজি চিনি,এক কজি লবণ,এক প্যাকেট সেমাই,দুধ,সাবান,ডাল ও মাস্ক।
ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট এর আহবায়ক মিজানুর রহমান সুফল এর সভাপতিত্বে ও সদস্য সচিব নূরে আলম চৌধুরী সোহানের সঞ্চালনায় ঈদ সামগ্রী প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়,সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান,এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন,প্রাক্তন শিক্ষক মনির হোসেন,হিন্দু কমিউনিটির নেতা বাবু কাজল চ্যাটার্জি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন।

ছবি : অসহায়দের জন্য সারিবদ্ধ করে রাখা ঈদ সামগ্রী
অনুষ্ঠানে সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন-আতিকুল ইসলাম সোাহাগ,এড.সাইদুল ইসলাম শোয়েব, মোবাশ্বির আহমেদ মজনু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রচার সম্পাদক আবু ফজল শোভন,কোষাধ্যক্ষ ইত্তেফাক হোসেন লুপিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনের আহবায়ক মিজানুর রহমান সুফল জানান,আমরা এই সংগঠনের সদস্যদের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যানুযায়ী সহায়তা প্রদানের। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।