উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বেকার যুবক ও যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১দিনব্যাপী ফ্রিল্যান্সিং ও ড্রাইভিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ জানুয়ারী) দুপুর ১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও ইউজিডিপি’র কর্মকর্তা দিলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,ফ্রিলান্সিং ট্রেইনার পার্থ দেব সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ৪০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ।