বানিয়াচংয়ে প্রয়াত সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ এর স্বরণে দোয়া মাহফিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 8 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে প্রয়াত সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ এর স্বরণে দোয়া মাহফিল

Link Copied!

জীবন আহমেদ লিটন, বানিয়াচং প্রতিনিধি :  বানিয়াচংয়ের কিংবদন্তী সাংবাদিক বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফেজ সিদ্দিক আহমদ এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্বরণে ও আত্মার মাগফেরাত কামনায় বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ মার্চ ২০২০) বড়বাজারস্ত ডা. জমির আলী শপিং কমপ্লেক্সের রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির আজীবন সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের পরিচালনায় স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মরহুমের ভ্রাতা জেলা ইমাম সমিতির সেক্রেটারী ও বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল কাজী মাওলানা আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বানিয়াচং বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ ও হাফেজ সাবাজ মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের এপিসি প্রকল্পের সিআরএফ নুর মোহাম্মদ, বাংলা টিভি’র বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান, সাংবাদিক ও এনজিও ব্যক্তিত্ব সময়ের সংবাদ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সৈয়দ সোহেল রানা, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোঃ সুজন মিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া প্রমুখ। স্মৃতিচারণ সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোবাশ্বির আহমেদ।