ঢাকাSaturday , 18 November 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Link Copied!

বানিয়াচং লোকনাথ রমন বিহারী (এল আর) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এল আল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ।

শনিবার (১৮নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি চৌধুরী নূরুল ইসলাম ইয়ার খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ডা: জমির আলী। বক্তব্য রাখেন-বিশিষ্ট কথা সাহিত্যিক ও সমাজসেবিকা তাহমিনা বেগম গিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি বিপুল ভুষণ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এজাজ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন কাজল চ্যাটার্জি। ছাত্রদের পক্ষে দেন সেজু মিয়া।

অনুষ্ঠানে ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করেন অনুষ্ঠানের আসা অতিথিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ফজলু মিয়া,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোতাব্বির হোসেন চৌধুরী,জনসংযোগ বিষয়ক সম্পাদক আরজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সদস্য কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, সদস্য-দীলিপ নারায়ণ রায়, শ্যামাপ্রসাদ বিশ্বাস রতন প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।