বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মহিলা আওয়ামী লীগ,উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।
পরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা হলরুমে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

ছবি ; প্রশসন কর্তৃক আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আর জামান উর্মি, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া,আহাদ মিয়াসহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ । এর পূর্বে সবাইকে সাথে নিয়ে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।