বানিয়াচংয়ে প্রবাসীর উদ্যোগে মাস্ক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 25 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে প্রবাসীর উদ্যোগে মাস্ক বিতরণ

Link Copied!

রায়হান উদ্দিন সুমন : মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা লক্ষ্যে কাতার প্রবাসী মিজানুর রহমান মিজান এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুরে বানিয়াচংয়ের বিভিন্ন হাটবাজার ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত বুরুজপাড়াসহ কয়েকটি পয়েন্টে তিনশতাধিক লোকদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।

মিজান দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করে আসছেন। প্রবাসে থাকার পরও দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস রোধকল্পে অসহায়দের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। তার আগেও এই মিজান সুদুর প্রবাস থেকে এলাকার নানা সামাজিক কর্মকান্ডে গোপনে কাজ করে গেছেন। এই বিষয়ে কাতার প্রবাসী মিজানুর রহমনা মিজান জানান,বিদেশে পড়ে থাকলেও মনটা কিন্তু দেশেই পড়ে থাকে।

অসহায় দরিদ্রদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিজান। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, সুমন গাজী,সাহেদুর রহমান,শামিম মিয়া,মোস্তাকিম মিয়া,তানজিল হাসান সাগর,রেতু মিয়া,তাজুল ইসলাম প্রমুখ।