বানিয়াচংয়ে প্রবাসীর অর্থায়নে মহসিন একাডেমীকে জার্সি উপহার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে প্রবাসীর অর্থায়নে মহসিন একাডেমীকে জার্সি উপহার

Link Copied!

মোস্তাকিম মিয়া, ক্রীড়া প্রতিবেদক, বানিয়াচং বানিয়াচংয়ে বাহরাইন প্রবাসী মো: ধন মিয়ার অর্থায়নে নবগঠিত বানিয়াচং মহসিন ফুটবল একাডেমিকে জার্সি উপহার দেয়া হয়েছে।

শনিবার (২২আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে ফুটবল একাডেমীর প্রতিষ্টাতা বানিয়াচংয়ের উদীয়মান খেলোয়াড় মহসিন আহমেদ এর হাতে ২০পিস জার্সি তোলে দেন প্রবাসী ধন মিয়াসহ অনুষ্টানে আসা অন্যান্য অতিথিবৃন্দ।

 

ছবি : অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জার্সি তোলে দেয়া হচ্ছে।

 

প্রাক্তন খেলোযাড় তোতা মিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও জাসুক মিয়ার পরিচালনায় জার্সি বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন-প্রাক্তন খেলোয়াড় রশিদ মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সালাউদ্দিন ফারুক,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,প্রবাসী সিরাজুল ইসলাম, খেলোয়াড় রামিম আহমেদ,মনির মিয়া,দীপু কুমার বৈষ্ণব,রিয়াজ আহমেদ,নয়ন মিয়া,শাহিন মিয়াসহ মহসিন একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।