বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 December 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি   :   বানিয়াচংয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দশীয় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন থেকে দীর্ঘ ৫ ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে টেটা, ফিকল, রাম দা, ঢাল, ছুরফি ও লাঠি উত্যাদি। দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই হুমায়ূন কবির ও এএসআই টিপু মিত্র।

ছবি : উদ্ধার হওয়া নানান রকমের দেশীয় অস্ত্র

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আসন্ন ইউনিয়ন পরিষদকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে এসব দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান চলছে। উপজেলার জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি ।