বানিয়াচংয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ও পুলিশের পিকআপভ্যান ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (২১জুলাই) বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ থেকে ৭ শ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী এসআই মঞ্জুরুল হক জানিয়েছেন, সংঘর্ষের সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ভিডিও দেখে আসামীদের চিহ্নিত করা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের ভীড়ে দলীয় কোনো নেতাকর্মী রয়েছে কিনা সেটাও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
অন্যদিকে সরাসরি হামলা-ভাঙচুরে অংশ না নিলেও এই মামলা থেকে গ্রেফতার এড়াতে আতঙ্কে গা ঢাকা দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল ও জামায়াত শিবিরের নেতারা। এই মামলায় আসামি ধরতে বিএনপি ও জামায়াত নেতাদের বাসায় এবং সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরো ৯ জনকে। এদের মধ্যে রয়েছে শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীও। তবে এদের মধ্যে কারা কারা জড়িত সেটা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) আবু হানিফ।
এদিকে গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আটকের ভয়ে নেতাকর্মীরা উপজেলার বাজারে ঘাটেও আসছেন না বলে স্থানীয়রা জানান। গ্রেফতার এড়াতে রাতের বেলায় নিজনিজ আত্নীয়স্বজন বাসা বাড়িতে আশ্রয় নিচ্ছেন নেতাকর্মীরা। পুলিশ জানায়, গত শুক্রবার (১৯জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বড়বাজার শহীদ মিনারে কোটা বিরোধীদের সাথে সংঘর্ষ হয় বানিয়াচং থানা পুলিশের। এ ঘটনায় পুলিশের ১০ সদস্যসহ ৪০ কোটা বিরোধী আহত হয়।
পুলিশের গুলিতে গুরুতর আহত হয় ২ জন। তাদেরকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করে এবং পিকআপ ভ্যানে আগুন লাগানোর চেষ্টা করে। পরবর্তীতে আশেপাশের মানুষ ও বাজারের কয়েক ব্যবসায়ী এসে পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিস্তারিত জানতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন জানান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার আসামিদের ধরতে সম্ভাব্য সব স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।