বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার    - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 August 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার   

Link Copied!

তানজিল  হাসান সাগর ::   বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার ২৯শে (আগষ্ট)সকাল ১১ টায় বানিয়াচং  থানার অফিসার ইনর্চাজ এমরান হোসেনের দিক  নির্দেশনায় এবং এস আই ফজলুল হক এর  নেতৃত্বে এক দল  পুলিশ উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্বার করা হয়।

ছবি : বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

সুত্রে জানা যায় বাগহাতা গ্রামের জাহাঙ্গির মিয়া,ও তোফায়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংকান্ত বিরোধ চলছে। এরই জের ধরে রবিবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারির প্রস্তুতি নেয়।
গোপন সুত্রে খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ গিয়ে সংঘর্ষ ভন্ডোল করে ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার  অফিসার ইনচার্জ এমরান হোসেন আমার হবিগঞ্জকে জানান কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সঙ্কম হই।
পরবর্তীতে অভিযান পরিচালনা করিয়া উভয় পক্ষের লোকজনের বাড়ী ঘর, ও বাড়ী হইতে শতাধিক ফিকল উদ্ধার করা হয়।
থানা এলাকায় দাঙ্গা, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছ।