বানিয়াচংয়ে পুকুর থেকে ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 February 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পুকুর থেকে ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার

Link Copied!

আমার হবিগঞ্জ নিউজ : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে এক ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে ইউপি মেম্বার অরুণ দাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ৯নং পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার। অরুণ দাশ পশ্চিম পুকড়া গ্রামের মৃত অনীশ দাশের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুণ দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয় তার। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলনা অরুণ দাশের। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার দৈনিক “আমার হবিগঞ্জ”কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা আশা করছি দ্রুত এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হবে বলে জানান তিনি।