বানিয়াচংয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 November 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

ইমদাদুল হক মাসুম :   বানিয়াচংয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে শনিবার (২৮নভেম্বর) বেলা সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

ছবি : প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন হবিগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল হাদি মো: শাহপরাণের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আ’লীগ দেশ স্বাধীন করেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা জন্য কমিউনিটি ক্লিনিককে জোরদার করার লক্ষে জন প্রতিনিধিদের গুরুত্ব দিয়েছে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের অনেক ভালো কাজ আছে। এর মধ্যে অন্যতম একটি কাজ হলো কমিউনিটি ক্লিনিক। গ্রামে অনেক দরিদ্র মানুষ রয়েছে। এদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ-সুবিধা একেবারে কম। কমিউনিটি ক্লিনিক এসব মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক সহযোগিতা করছে। এ ক্লিনিক স্বাস্থ্যক্ষেত্রে একটি বিপ্লবের নাম। ক্লিনিকে ৩০ প্রকার ঔষুধ বিনা মূল্যে প্রয়োজন অনুযায়ী দেওয়া হচ্ছে।

 

ছবি : কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধিসহ অন্যান্য অতিথিবৃন্দ

 

নারীদের সন্তা প্রসবের উপকরণ আছে। উপজেলা হেলথ কমপ্লেক্স,কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এগুলোই গরিব মানুষের স্বাস্থ্য সেবার আশ্রয়স্থল।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ। এই প্রশিক্ষন কর্মশালাটি সার্বিক সহযোগীতা ছিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাস্তাবায়নে কাজ করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ বানিয়াচং ।