ঢাকাWednesday , 15 March 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্যবসায়ীদের মাঝে চায়ের কাপ বিতরণ

Link Copied!

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বানিয়াচঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চায়ের কাপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪মার্চ) দিবাগত রাতে ওয়েভ ফাউন্ডেশনের বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির মাধ্যমে দু’জন ক্ষুদ্র ব্যবসায়ী (চা বিক্রেতা) ৪০টি চায়ের কাপ প্রদান করা হয়।

তন্মধ্যে ২০টি কাপ বড়বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নারায়ণ দত্ত এবং ২০টি কাপ আদর্শবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমানকে দেয়া হয়। নাগরিক উদ্যোগ প্রদত্ত এই কাপগুলো দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক ইমদাদুল হোসেন খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, ‘কাউকে বাদ দিয়ে নয়’-জোটের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সময় টেলিভিশন’র হবিগঞ্জ জেলার সাবেক ভিডিও জার্নালিস্ট ও কণ্ঠশিল্পী একে আজাদ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক সামছুর রহমান সামু, ফুটবলার এসএম জসিম, সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতা কামরুল ইসলাম বাবলু প্রমূখ।