২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রবিবার। জাতীয়ভাবে এ বছর গড় পাশের হার ৮৩.০৪%। ২০২৩ সালে পাশের হার ছিল ৮০.৩৯%। অর্থাৎ গত বছরের তুলনায় সারা দেশে এবার পাশের হার বেড়েছে। এদিকে বানিয়াচং উপজেলায় ২৭ মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৯শ ৩৩ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২ হাজার ১ শ ৬৩ জন। পাশের হার ৭৩.৮০%। জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন। ২৭টি বিদ্যালয়ের মধ্যে ১১টি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী জিপিএ ৫ পায়নি।
বিদ্যালয়গুলো হল- রত্না উচ্চ বিদ্যালয়, জেডিএম উচ্চ বিদ্যালয়, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়, হিয়ালা উচ্চ বিদ্যালয়, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়, বিজিএম উচ্চ বিদ্যালয়, মন্দরি মডেল উচ্চ বিদ্যালয়, মুরাদপুর মডেল উচ্চ বিদ্যালয়,বাল্লাগোড়াখালী মডেল উচ্চ বিদ্যালয়, আমবাগান উচ্চ বিদ্যালয় ও মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়।
এবারের এসএসসি পরীক্ষায় বানিয়াচং এল আল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৬০ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। এই বিদ্যালয়ে পাশের হার ৮৮.২৪%। বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৯০ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৪.১১%। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২৭৯ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২২২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। পাশের হার ৮০.৭৩%। ডা: ইলিয়াছ একাডেমী থেকে মোট ১৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১২৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৬৪.৯৭%। দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৬৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৭৯.৭৫%। কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১২৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৮১.৬৫%। আড়িয়ামুগুর উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৪জন অংশ নেয়। পাশ করেছে ৬১ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার ৬৪.৮৯%। সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৯৫ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার ৭৯.১৭%। একতা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৪০ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার ৬৪.৫২%।
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় থেকে ২০৫ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১৫১ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৭১.৬৬%। জনতা উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৭৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৬৮.৭৫%। নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় থেকে ২৭০ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২১১ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৭৯.০৩%। সন্দলপুর ভিসি উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৯৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৬৫.৩%। হানিফ খান উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৮৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় থেকে মোট ১২৩ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৯০ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন পরীক্ষার্থী। পাশের হার ৭৩.১৭%। হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ৫৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৩.২২%।