হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে ডুবে নাসরিন আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত নাসরিন আক্তার বানিয়াচং উপজেলার গুণই গ্রামের মোহাম্মদ নূর উদ্দিনের মেয়ে। তার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সকলের অগোচরে নাসরিন বাড়ির পাশ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. পিম্পী শর্মা তাকে মৃত বলে ঘোষণা করেন। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার পিম্পী শর্ম জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে শিশু নাসরিন আক্তারের।