বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের বিল পরিশোধের নির্দেশনা : লাইন কেটে দেয়ার হুশিয়ারি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের বিল পরিশোধের নির্দেশনা : লাইন কেটে দেয়ার হুশিয়ারি

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ  বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেশে দিন দিন অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে। কর্মহীন হয়ে পড়েছে সবাই। কর্মক্ষেত্র হারিয়েছে অনেকে। কর্মহীনদের কথা ভেবে বিদ্যুত বিলের জরিমানা মওকুফ সহ জুন মাস পর্যন্ত বিল স্থগিত ঘোষণা করা হয়ছিল। জুন মাস প্রায় শেষ। পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখন। তাছাড়াও পল্লী বিদ্যুতের বিরুদ্ধে রয়েছে ভুতুড়ে বিলের অভিযোগ। যার কোনো সুরাহা হয়নি এখনও। এর মধ্যে বানিয়াচং পল্লী বিদ্যুতের অমানবিক নির্দেশনা।

বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে না পারলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। বিদ্যুত বিচ্ছিন্ন করা হলে পূনরায় সংযোগ পেতে গুনতে হবে ১২০০ টাকা জরিমানা। পল্লী বিদ্যুতের এমন অমানবিক নির্দেশনায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় লোকজনদের সাথে কথা হলে তারা হতাশা প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,দেশের এমন পরিস্থিতিতে চার-পাচঁ মাস মাসের বিল একসাথে পরিশোধ করা সম্ভব না। পল্লী বিদ্যুতের এমন নির্দেশনা খুবই অমানবিক। এখন আমরা ঠিকমতো খাবার যোগার করতে পারিনা। একসাথে চার মাসের বিল দিবো কিভাবে। এতো মরার উপর খারার ঘা। এসময় বিদ্যুত বিল মওকুফের দাবীও জানান এলাকাবাসী।