বানিয়াচংয়ে পল্লীবিদ্যুৎ যেন এক মরীচিকা ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পল্লীবিদ্যুৎ যেন এক মরীচিকা !

Link Copied!

ইমদাদুল হক মাসুম,বানিয়াচং :    ঝঁড় কিংবা বৃষ্টির পূর্বাভাস,আকাশে মেঘের ঘনঘটা মানেই আপনি সর্তক হোন আপনার ঘরের আলো চলে যাচ্ছে।জিঁ হ্যা আমি বলছিলাম বানিয়াচংয়ের পল্লীবিদ্যুতের কথা। যেখানে সরকার সারা বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনে মানুষের জীবনযাত্রার মানকে করে তুলছে সহজ থেকে সহজতর সেখানে বানিয়াচংয়ের পল্লীবিদ্যুতের ভোগান্তি দিনে দিনে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। তার উপর আবার ৩৩ কেভি নামক অজুহাত দিয়ে অনেক শনিবার সারাদিনই থাকছে না পুরো উপজেলা জুড়ে বিদ্যুৎ।এতে বিদ্যুৎ গ্রহীতাদের সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ ভোগান্তির।

ছবি : ছবিটি গুগল থেকে নেয়া

জরুরী প্রয়োজনে দেয়া পল্লীবিদ্যুত অফিসের নাম্বার ও থাকে বন্ধ কিংবা ব্যস্ত। ডিজিএম মহোদয়ের নাম্বারে কল করলে উনিও কল ধরেন না।বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত কর্মচারীরাও প্রকাশ করেন অনেক ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিদ্যুৎ গ্রহীতারা তাদের ক্ষোভ প্রকাশ করে আসছেন দীর্ঘদিন ধরে ।এ ভোগান্তির শেষ কোথায়, না এইখানে ও রয়েছে কোন ফাঁকফোকর । এই প্রশ্রের উত্তর কে দিবে? বানিয়াচংয়ের আপামর জনতা কবে থেকে এই  মরীচিকার হাত থেকে মুক্তি পাবে ।সেটা ই এখন চিন্তার বিষয়।