শেখ সজীব হাসান,বানিয়াচংঃ বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করছে। সেখানে বিদ্যুত নিয়ে হতাশ বানিয়াচংবাসী। বৈরী আবহাওয়া কিংবা হালকা বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়। ঘন্টার পর ঘন্টা কোনো দেখা মেলে না বিদ্যুতের। তাছাড়া প্রায় প্রতি শনিবার আসলেই ৩৩ কেভির অজুহাতে সারাদিন থাকছে না বিদ্যুৎ । এতে স্বাভাবিক জীবন-যাপনে বিঘ্ন ঘটছে। এতে করে দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছেন এলাকাবাসীসহ বিদ্যুৎ গ্রাহকরা।
বর্তমানে কোভিড-১৯ এর কারনে সারা বিশ্বের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষদের ঘর বন্দী জীবন পার করতে হচ্ছে। এ সময় মানুষকে ঘরে রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।

ছবি : বানিয়াচং পল্লীবিদ্যুতের জোনাল অফিস
বর্তমানে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ছে। তাছাড়াও সিয়াম সাধনার মাস। যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা সেখানে ইফতার,তারাবি কিংবা সেহেরি প্রয়োজনে-অপ্রয়োজনে থাকছে না বিদ্যুত। এখন আছে তো তখন নাই।
বারবার এরকম হবে না বলে আশা দিলেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। পল্লীবিদ্যুতের এই রকম আচরণে হতাশ হয়ে পড়েছেন বানিয়াচংয়ের জনগণ। তাদের এই রকম আচরণ অব্যাহত থাকলে যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
এ ব্যাপারে বানিয়াচংয়ের সচেতন মহলের সাথে কথা হলে তারা দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,বিদ্যুৎ বিলের কাগজ দিতে কোনো সমস্যা হয় না। তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে এত সমস্যা হবে কেন। জরুরী প্রয়োজনে যোগাযোগ করার নাম্বার থাকে ব্যস্ত কিংবা বন্ধ। পল্লী বিদ্যুতের কাছে কি আমরা জিম্মি হয়ে গেছি। খুব দ্রুত এর প্রতিকার চাই। তাছাড়াও এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে কথা বলতে পল্লী বিদ্যুত অফিসে গিয়ে ডিজিইএম কে পাওয়া যায় নি। তাছাড়া অন্য কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হয় নি।