শেখ সজীব হাসান,বানিয়াচংঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং’য়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায়,বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়।এতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ন্যায্য মূল্যে পেয়াজ প্রতি কেজি ৩০ টাকা,চিনি প্রতি কেজি ৫০ টাকা,ডাল প্রতি কেজি ৫০ টাকা,সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবি’র পণ্য ডিলারদের মাধ্যমে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে।কিন্তু কেউ কোন খোজ-খবর রাখছে না।এজন্য সবাইকে অবগত করার জন্য মাইকিং করা হয়েছে।
টিসিবি’র পণ্য যদি ডিলার ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায় আমাকে অবগত করবেন।আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়াও টিসিবি’র পণ্য সঠিকভাবে বিক্রি হচ্ছে কি’না সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।