ঢাকাMonday , 12 August 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে ফেসবুকে

Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিত্যপণ্যের ‘সেনাবাহিনীর নির্ধারিত দর’ বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় বিশ্বাস করে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেক ক্রেতা। সজিব আহমেদ নামে এক ক্রেতা জানান, এই তালিকার দামের সঙ্গে বাজারদরের কোনো মিল নেই। এ নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে। তালিকা অনুযায়ী দাবি করা হয়েছে, আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮৫০ টাকা ও ব্রয়লার মুরগির দর ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি।

বানিয়াচং নতুনবাজারে পণ্য কিনতে আসা চাকুরিজীবি সেলিম উদ্দিন জানান,গত দুইদিন ধরে পণ্য’র দাম কমানো হয়েছে এই রকম একটা তালিকা ফেসবুকে দেখলাম। কিন্তু বাজারে এসে এক বিরাট ফাঁরাক লক্ষ্য করা গেছ। তালিকায় দেয়া দামের কোন মিল নাই। বরং তার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, ফেসবুকে দাম কমার তথ্য কারা ছড়ায় বা কেন ছড়ায় সেটা বুঝলাম না। এখন বুঝলাম দাম কমার প্রচারণা গুজব। এভাবে আরও অনেকেই বাজারে পণ্য কিনতে গিয়ে এভাবে ধোঁকা খেয়েছেন।

এদিকে উপজেলা বিভিন্ন হাটবাজারে ক্রেতাদের সঙ্গে বাজারে তর্কাতর্কি হচ্ছে বিক্রেতাদের। ক্রেতারা ফেসবুকে প্রচারিত মূল্যে কিনতে চাইছেন। কিন্তু বিক্রেতাদের দাবি, তারা পাইকারিতেই কিনেছেন এর চেয়েও অনেক বেশি দামে। বড়বাজারের এক মুদি দোকানি বলেন, পণ্যের দাম কমেছে এসব কথাবার্তা ফেসবুক নাকি উড়তেছে। কাস্টমাররা এসে তর্ক করে। কয় আমিই নাকি দাম বেশি চাই। আসলে দাম তো কমেই নাই। ফেসবুকে ছড়িয়ে পরা তালিকায় বানিয়াচংয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মোবাইল নাম্বার ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে।