বানিয়াচং প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে বেকার হয়ে পড়া অসহায়-দরিদ্র মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী জাবেদ (লন্ডনী)। সোমবার ২০ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত ২শ’ ৫০জন অসহায় নারী-পুরুষের মধ্যে নিজ গ্রাম বানিয়াচং জাতুকর্ণপাড়ায় তাঁর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান, এ এস আই শফিকুল ইসলাম, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ আবুল মনসুর তুহিন, ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, ৩নং ওয়ার্ড মেম্বার ধন মিয়া, ম্যানেজার শালীন খান, রশীদ আহমদ, আনহার হাসান হৃদয় প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল আহমদ। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে স্ব-পরিবারে অবস্থান করলেও দেশ এবং জাতির যে কোন দু:সময়ে পাশে দাঁড়াচ্ছেন। তা ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ যে কোন দাতব্য সংস্থার উন্নয়নে তিনি সহযোগিতা করে যাচ্ছেন।