বানিয়াচংয়ে নারী এসিল্যান্ডের যোগদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নারী এসিল্যান্ডের যোগদান

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ বানিয়াচং উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট ইফফাত আরা জামান ঊর্মি।
পূর্বের এসিল্যান্ড মতিউর রহমান হবিগঞ্জ ডিসি অফিসে পদোন্নতি হলে উনার স্থলাভিষিক্ত হন ইফফাত আরা জামান ঊর্মি।

গত ১লা জুন, সোমবার বানিয়াচংয়ে সর্ব প্রথম একজন নারী এসিল্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি । এর আগে তিনি ৪ ঠা মে,বানিয়াচংয়ে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেন।

জানা যায়,ইফফাত আরা জামান উর্মি শরিয়তপুর জেলার সন্তান।তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পদোন্নতি লাভ করেছেন।

এ ব্যাপারে ইফফাত আরা ঊর্মি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, বিদায়ী এসিল্যান্ড মোঃ মতিউর রহমান খান মহোদয়ের কাজের ধারাবাহিকতায় কাজ করার চেষ্ঠা করবেন তিনি।

বানিয়াচং উপজেলার সার্বিক উন্নতি ও অগ্রযাত্রায় সর্বোচ্চ সেবা দেয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। সুন্দর ও উন্নত বানিয়াচং গড়ে তুলতে তিনি বানিয়াচংয়ের সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।