তানজিল হাসান সাগর,বানিয়াচং : বানিয়াচংয়ে রাতের আধারে নারায়নগঞ্জ থেকে আসা ট্রাকভর্তি মানুষ আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার( ১৪েএপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টায় বানিয়াচং থানার পুলিশ হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের সাদকপুরে ট্রাকভর্তি নারী,পুরুষ,শিশু বৃদ্ধসহ প্রায় ৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের সবাইকে আটক করার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেযা হয়েছে। সুজাতপুর তদন্ত কেন্দ্রের আইসি এসআই ধ্রুবেশ চক্রবর্তী শহরের পার্শ্ববর্তী এলাকায় অন্য একটি মামলার কাজ করছিলেন । ওই সময় ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক আরও দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে।
পুলিশ সাথে সাথে গাড়িটিকে ধাওয়া করে পিছু নিয়ে সাদকপুর বাজারে ট্রাকটি আটকাতে সক্ষম হন। আটক ট্রাক চালকের কথা বার্তা সন্দেহ হলে ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এসময় ত্রিপাল দিয়ে লুকিয়ে ট্রাকে থাকা মানুষ বেরিয়ে আসে। এদের মধ্যে নারী,পুরুষ,বৃদ্ধসহ প্রায় ৬৫ জনকে আটক করা হয়। পরে খাগাউড়া পুলিশ ফাঁড়ির সহায়তায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায় পুলিশ।