বানিয়াচংয়ে নাগুড়ায় কৃষিবিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 October 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নাগুড়ায় কৃষিবিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

Link Copied!

তানজিল সাগর,বানিয়াচং :   দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের নাগুড়ার ধান গবেষণা ইনস্টিটিউট এর পাশে নাগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন পালন করেছে বানিয়াচংয়ে সর্বস্তরের জনতা। শনিবার (২৪অক্টোবর) বিকাল চারটায় বানিয়াচং বড়বাজারের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগ নেতা মিজানুর রহমান খান এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন।

 

 

ছবি : কৃষি বিশ্ববিদ্যালয় নাগুড়ায় প্রতিষ্ঠার দাবিতে বানিয়াচংয়ে মানববন্ধন করেছে সর্বস্থরের জনতা

 

 

মানববন্ধনে বক্তারা বলেন-নাগুড়ার কৃষি ফার্মকে কেন্দ্র করেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা করেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিগত ২০১৪ সালের ২৯ নভেম্বর তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর জনসভায় তার নিকট দাবি জানান সাবেক রেলমন্ত্রী প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপÍ। সেই দাবির পরিপ্রেক্ষিতেই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে মহান জাতীয় সংসদে। নাগুড়ার কৃষি ফার্ম এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিক দাবি উল্লেখ করে বক্তারা আরও বলেন-এখানে প্রায় ১শ একরের উপরে কৃষি-অকৃষিজ জমি রয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামো ও বিদ্যামান আছে। একটি তৈরী জায়গা থাকতে নতুন করে আরেকটি জায়গা তৈরী করে সরকারের কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে ই হয়না।

 

যেখানে মন্ত্রীসভার বৈঠকে নাগুড়াতে হবে কৃষি বিশ্ববিদ্যালয় পাস হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর এই রায় পরবর্তীতে কিভাবে পরিবর্তন হয়ে জেলা সদর হল সেটাই বোধগম্য নয়। নাগুড়া ফার্ম এলাকাটি জেলার প্রাণকেন্দ্র,যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। যানজট ও কোলাহলমুক্ত মনোরম পরিবেশ হওয়ার কারণে এটিই একমাত্র উপযুক্ত স্থান। অত্র এলাকায় জমির দাম খুবই কম বলে বক্তারা বলেন-বিশ্ববিদ্যালয় স্থাপনে জন্য জমির প্রয়োজন পড়লেও শহরের তুলনায় প্রায় ২০গুণ কম খরছে জমি ক্রয় করা সম্ভব। প্রাথমিক গবেষণা চালানোর মতো যাবতীয় অবকাঠামো ও ব্যবস্থা বিদ্যমান আছে এই নাগুড়া ফার্মে। তাই অন্য জায়গায় নতুন করে জায়গা ক্রয় করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপরেন কোনো যৌক্তিকতা নেই বলে বক্তারা মানববন্ধনে উল্লেখ করেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উত্থাপিত এবং প্রস্তাবিত নাগুড়া কৃষি ফার্মেই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে হবিগঞ্জবাসীর স্বপ্নকে বাস্তবায়িত করার জোর দাবি জানান মানববন্ধনে আসা বক্তারা।

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাক সাকিব সাব্বির,সাংবাদিক মিল্টন,যুবলীগ নেতা শাওন,নাগুড়া ফার্মের চাকুরিজীবি কদর আলী,শ্রমিকলীগ নেতা রুবেল আহমেদ প্রমুখ। মানববন্ধনে বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন,যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,আজমল হোসেন ছাড়াও যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।