বানিয়াচংয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করলেন তৌহিদী জনতা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 6 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করলেন তৌহিদী জনতা

Link Copied!

জসিম উদ্দিন :   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মার্চের ১৭ তারিখ মুজিববর্ষ অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে প্রতিবেশী দেশটির প্রভাবশালী এ রাজনীতিকের আগমনের প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টার দিকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে বানিয়াচং উপজেলা সদরের সবকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন বানিয়াচংয়ের সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নই, মুজিববর্ষ উদযাপনের বিরুদ্ধে নই, ভারতের বিরুদ্ধে নই। আমরা সাম্প্রদায়ীক মোদির বিরুদ্ধে। ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনকারী, সন্ত্রাসী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়ীক বাংলাদেশে ঢুকতে দেয়া হবেনা।

হুঁশিয়ার উচ্চারণ করে বক্তারা বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের বন্যা বয়ে যাবে, তবুও সন্ত্রাসী মোদির আগমণ প্রতিহত করা হবে।’

বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন তারা।