ঢাকাThursday , 23 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নতুন ধানের গন্ধে মাতোয়ারা কৃষক

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধি :   দেশে করোনার আতঙ্কের মধ্যে ও বানিয়াচংয়ে নতুন ধানের আমেজে কৃষকের মুখে ফুঠে উঠেছে হাসি। আনন্দে মেতে উঠেছেন কৃষকেরা। এই নতুন ধানের গন্ধে মাতোয়ারা হয়ে উঠছেন কৃষাণ-কৃষাণীরাসহ পরিবারের সবাই । বর্তমান সময়ে দেশের অবস্থা তেমন একটি ভালো না বললেই চলে। প্রত্যেক কৃষকের মাঝে চিন্তা ছিল এবার মনে হয় নতুন ধান আর ঘরে তুলা হবে না। কারন করোনার আতঙ্কে একদিকে যেমন দেশ আতঙ্কিত হয়ে আছে। এরই মধ্যে দুর্ভোগে পড়েছেন শ্রমিক পাওয়া না পাওয়া নিয়ে। প্রতিবছর বাহির থেকে ধান কাটার শ্রমিক আসলেও এবছর করোনার ভাইরাসের কারনে দেশের কোনো জায়গা থেকেই শ্রমিকরা আসতে পারেনি। এজন্য চিন্তায় ছিলেন বানিয়াচংয়ের  কৃষকেরা।

ছবি : বানিয়াচংয়ের একটি মাঠে ধান শুকাতে ব্যস্ত কৃষকরা

 

এ প্রসঙ্গে বানিয়াচংয়ের একজন কৃষক মোস্তাক আহমেদ এর সাথে কথা হলে তিনি দেনিক আমার হবিগঞ্জ কে বলেন প্রথমে জমির ধান কাটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। একদিকে করোনার আতঙ্কে কোনো শ্রমিক আসতে পারছে না। কিন্তু এখন দেখছি বাহির থেকে শ্রমিক না আসলে ও যেখানে শ্রমিক এর সংকট রয়েছে সেখানে সরকার দলীয় নেতা কর্মীরা ধান কেটে দিচ্ছেন। তখন মন থেকে সব চিন্তা দুর হয়ে গেল। অন্যদিকে আত্নবিশ্বাস বেড়ে গিয়েছে যে এখন বুঝি ধান কেটে ঘরে তুলতে পারবো। তাই নতুন ধান ঘরে আনতে পেরে আনন্দিত আমরা। এই দুর্যোগের সময় পাশে দাঁড়ানেরা জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কৃষক মোস্তাক আহমেদ।