বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 21 December 2019
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

Link Copied!

রায়হান উদ্দিন সুমন :   বানিয়াচংয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের গ্রামবাসী। শনিবার (২১ডিসেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক (প্রশাসন) এর নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন।। অস্ত্র জমাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক বলেন- পুলিশের প্রচারণায় তারা নিজ উদ্যোগেই দেশীয় অস্ত্র জমা করেন। তাদের দেখে জেলার দাঙ্গা প্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করেন পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় পৈলারকান্দির রত্নাবাজারে দেশীয় অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র সভাপতিত্বে ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (বানিয়াচং) শেখ মোহাম্মদ সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) তৃপ্তি মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) মানছুরা আক্তার।

উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবদাশ,সাংবাদিক এস এম ফিরোজ আলী,রায়হান উদ্দিন সুমন,তানজিল হাসান সাগর,পৈলারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোয়াজ আলীসহ গ্রামবাসী।