স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া সাহেব বাড়িতে দেওয়ান মুতিউর রহমান চৌধুরীর নামে স্থাপিত “দেওয়ান মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদ” এর উদ্যোগে এ এলাকার দরিদ্র, অসহায়, দুঃস্থ মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
দেওয়ান মুতিউর রহমান চৌধুরীর কন্যাপক্ষের নাতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ (সপু) এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস চিকিৎসা সেবা প্রদান করেন। গত শুক্রবার (১০সেপ্টেম্বর) দেওয়ান মুতিউর রহমান চৌধুরীর পৈত্রিক ভিটায় শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ছবি : চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ (সপু)
ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ (সপু) গত ৩ বছর যাবত নিয়মিত এ সেবা দিয়ে আসছেন। এসময় মরহুম দেওয়ান মুতিউর রহমান চৌধুরীর পুত্রবধু শামসুন্নাহার চৌধুরী, নাতনী বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রথিতযশা আইনজীবী দেওয়ান ফেরদৌস আরা মুন্নী ও তার স্বামী উপসচিব আজিজুল ইসলাম শামীম, নাতী দেওয়ান মুনতাসির রহমান স্বপ্নীল, প্রপৌত্র আইমান আরিব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ এর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি তার নিজ বাড়ি সদর উপজেলার নাজিরাবাদ গ্রামে স্থাপিত “নাজিরাবাদ সাহেব বাড়ী কল্যাণ ট্রাস্ট” এর মাধ্যমে দীর্ঘ ২১ বছর যাবত বিনামুল্যে দুঃস্থ, দরিদ ও অসহায় রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
দেওয়ান মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদের অন্যতম উদ্যোক্তা প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ সপু ও শামসুন্নাহার চৌধুরী বলেন, আমাদের পূর্বপুরুষরা সবসময় দরিদ্র মানুষদের সহায়তা করেছেন। তাদের স্মৃতি ধরে রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।