স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলা সদরের বড় বাজারে মুক্তিযুদ্ধের প্রতীক নব নির্মিত মুক্তিযোদ্ধা চত্বর শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
বুধবার (১৬ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় এ চত্বর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুফ আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা নমীর আলীসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণে ব্যয় হয়েছে ৩০লাখ টাকা। বাস্তবায়ন করেছেন এলজিইডি ও অর্থায়ন করেছে বানিয়াচং উপজেলা পরিষদ।

ছবি : বানিয়াচংয়ে দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা চত্বর উদ্বোধন শেষে মোনাজাত করছেন সাংসদ আব্দুল মজিদ খান
পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান।